North24Paragana1

Dec 04 2023, 17:49

বিজেপির সভায় যাওয়ার অপরাধে আদালতের নির্দেশকে অমান্য করে বাড়িতে ঢোকার রাস্তা আটকে দিল তৃণমূল আশ্রিত প্রতিবেশী

উত্তর ২৪ পরগনা: ঘটনাটি উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া যোগেশগঞ্জের পাটঘরা এলাকার ।

অভিযোগ,গত ১৮ তারিখ যোগেশগঞ্জ বাজারে একটি বিজেপির সভা হয়। সেই সভায় যোগদান করেন জয়ন্ত বাইন সহ বেশ কয়েকজন । এরপরেই জয়ন্ত বাইন সহ ওখানকার বেশ কয়েকটি পরিবারের বাড়িতে ঢোকার রাস্তা বেড়া দিয়ে আটকে দেয় প্রতিবেশী প্রভাস মন্ডল ।

আরো অভিযোগ প্রভাস মন্ডল এই এলাকার তৃণমূলের সক্রিয় কর্মী , তাই তৃণমূলের নেতাদের সহযোগিতায় রাস্তা আটকে বেড়া দিয়ে দেয় । এই রাস্তা আটকে দেওয়ার ফলে বাড়ি থেকে বেরোতে পারছে না এই বাড়িগুলির পরিবারের কেউ।এছাড়াও খাওয়ার জল আনতে পারছেন না তারা। ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারছে না । কাজকর্মে বাইরে যেতে পারছে না । এক কথায় চরম সমস্যার মধ্যে পড়ে আছে এই পরিবার গুলি ।

তাদের দাবি দীর্ঘ বছর ধরে এখানে এই পরিবারগুলি বসবাস করছে । এই রাস্তা দিয়েই তারা যাতায়াত করে।সেখানে রাস্তার পাশে মৃত পরিবারের এক সদস্যের একটি শহীদ বেদী তারা করেছিল । রাস্তার জায়গা যদি প্রভাস মন্ডলের হয় তাহলে যখন পরিবারের মৃত ব্যক্তির শহীদ বেদী করা হয়েছিল তখন কেন বাধা দেননি । এই নিয়ে বেশ কিছুদিন ধরে সমস্যা চলছিল । এবং আদালতের আশ্রয় নেয় জয়ন্ত বাইন সহ এখানে বসবাসকারী বেশ কয়েকজন । আদালতের থেকে স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয় ২৪ জানুয়ারি মাস পর্যন্ত ।

কিন্তু তার আগেই আদালতের নির্দেশ অমান্য করে রাস্তা বেড়া দিয়ে আটকে দেওয়া হয়।যদিও এই বিষয়ে যিনি বেড়া দিয়েছেন সেই প্রভাস মন্ডল জানান, "ওই রাস্তার মধ্যে তার জমি আছে সেই কারণে তিনি বেড়া দিয়ে আটকে দিয়েছে।আদালতের নির্দেশের মেয়াদ শেষ হওয়ার পরেই তিনি বেড়া দিয়েছেন বলে দাবি।" কিন্তু আদালতের নির্দেশ নামায় ২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত তারিখ লেখা আছে । যদিও এই বিষয়ে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল ফোনে জানান-বেআইনিভাবে কোন কাজ হলে তিনি দখলমুক্ত করে দেবেন ।

North24Paragana1

Dec 03 2023, 10:28

শিক্ষকের বদলি আটকাতে শিক্ষককে জড়িয়ে ধরে কান্না ছাত্র-ছাত্রীদের

উত্তর ২৪ পরগনা: বাদুড়িয়া ব্লকের বাগজোলা গ্রাম পঞ্চায়েতের "রাজাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের" ঘটনা।রাজাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিউটন বিশ্বাস ২০২১ সালে শিক্ষক হিসেবে জয়েন করেন।তারপর থেকে ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের মনে জায়গা করে নেন তিনি।

ওই শিক্ষকের বদলির খবর আসতেই স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রী ও অভিভাবকরা ।শিক্ষক ঘর থেকে দরজা খুলে বেরোতেই একরাশ হতাশা চোখের জল নিয়ে ঝাঁপিয়ে পড়ে ছাত্র-ছাত্রীরা।শিক্ষককে জড়িয়ে ধরে না যাওয়ার আর্জি জানায় তারা।ওই শিক্ষকে স্কুল থেকে যেতে দিতে নারাজ সকলেই।

North24Paragana1

Dec 02 2023, 10:00

রাস্তার দাবীতে বিক্ষোভ গ্রামবাসীদের

উত্তর ২৪ পরগনা: সুদূর বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে দুর্গাপুরের ঘটনা।দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এদিন গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। বায়ালানি মোজাম মোড় থেকে নরেন দাসের ঘাট পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল।গ্রামবাসীদের অভিযোগ তাদের দীর্ঘদিনের এই রাস্তার সংস্কারে ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত উদাসীন।

প্রায় ৪ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে দীর্ঘ ৭ বছর ধরে। খুব দুর্ভোগের মধ্যে তাদের যাতায়াত করতে হয়। বর্ষাকালে অবস্থার আরো অবনতি হয়।এই অঞ্চলে গ্রামবাসীদের,হাট বাজার থেকে শুরু করে,স্কুল, হাসপাতালে এমনকি হাসনাবাদের সংযোগকারী একটি মাত্র গুরুত্বপূর্ণ রাস্তা। কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে গিয়ে অনেকেরই রাস্তার মধ্যেই মারা যায় এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা। তার আরো বলেন- গাড়ি ঘোড়া চলাচল দুরস্ত ,পায়ে হাটাই তাদের পক্ষে খুব বিপদজনক।

এদিন প্রায় কয়েক'শ গ্রামবাসী রাস্তা সংস্কার দাবিতে বিক্ষোভ দেখায় ।স্থানীয় প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোন সুরাহা হয়নি।

বিক্ষোভকারিরা জানায় ভোট আসলেই প্রতিশ্রুতি মেলে। কিন্তু ভোট ফুরালেই তাদের আর দেখা মেলে না।

North24Paragana1

Dec 01 2023, 20:36

*মধ্যমগ্রামে নবরুপে সজ্জিত চিত্রাঙ্গদা প্রেক্ষাগৃহ উদ্বোধন হল*


 উত্তর ২৪ পরগনা: মধ্যমগ্রাম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দ রোডে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পুরসভার আর্থিক সহায়তায় নবরুপে সজ্জিত চিত্রাঙ্গদা প্রেক্ষাগৃহ শুক্রবার উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি দফতরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী তথা পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন।

উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, পুরসভা চেয়ারম্যান নিমাই ঘোষ সহ অন্যান্য পৌর প্রতিনিধিগন।

North24Paragana1

Dec 01 2023, 20:23

*মধ্যমগ্রামের সুভাষ ময়দানে শুরু হল জেলা খাদি মেলা*


 উত্তর ২৪ পরগনা: মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজ থেকে মধ্যমগ্রামের সুভাষ ময়দানে শুরু হল জেলা খাদি মেলা। এদিন মেলার উদ্বোধন করেন ক্ষুদ্র শিল্প, মাঝারী শিল্প ও বস্ত্র দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ,বারাসাতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী,উত্তর ২৪ পরগনার জেলাপরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী,সহ-সভাধিপতি বীণা মণ্ডল ,খাদি পর্ষদে সভাপতি কল্লোল খাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌর সভার পৌর প্রতিনিধি গন ও জেলা খাদি ও গ্রামীণ শিল্প পরিষদের আধিকারিক তপনজ্যোতি দাস।আজ মেলার শুভ সূচনা হল। মেলা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

মন্ত্রী রথীন ঘোষ জানান,"যে কোন মেলা সেটা যদি বিক্রির জন্য হয় , তাহলে মধ্যমগ্রাম হলো আদর্শ জায়গা। খাদি মেলার উদ্যোগ তারা প্রথমবার যখন মেলা করেছিল,তারপর ই তারা বুঝেছে মধ্যমগ্রাম আর্দশ জায়গায়।মধ্যমগ্রাম শহর এখন সফিটিকেশন শহরে পরিচিতি পেয়েছে।

এছাড়াও এই মেলার মধ্যে দিয়ে খাদি শিল্পের প্রসার ঘটানো যাচ্ছে।মূলত রাজ্যে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গুলো স্টল দেওয়া হয়েছে। প্রতি বছরই এই মেলায় ব্যবসা ভালোই হয়। এবারের মেলায় প্রায় ২ কোটির মতো ব্যবসা হবে বলে আশা করছে উদ্যেগতারা

North24Paragana1

Dec 01 2023, 16:37

মৃতদেহ মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে, এই খবর সামনে আসতেই চাঞ্চল্য নৈহাটিতে

উত্তর ২৪ পরগনা: মৃতদেহ পুঁতে দেওয়া হছে মাটিতে। এই খবর সামনে আসতেই চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৈহাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নৈহাটী রামঘাট অঞ্চলের শ্মশানঘাটের ঠিক উল্টোদিকে রেলের একটি মাঠে মৃতদেহ পুঁতে দেওয়া হচ্ছে। সে কারণে আতঙ্কিত এলাকাবাসী।

কারণ ওই মাঠেই এলাকায় মানুষ পুজো অর্চনা করে এবং শিশুরা খেলাধুলা করে। তারা চান অবিলম্বে এই মাঠে মৃতদেহ পুঁতে দেওয়ার কাজ বন্ধ হোক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাতের অন্ধকারে কেউ বা কারা এসে রেলের পরিত্যক্তই জায়গায় মৃতদেহ পুঁতে দিয়ে চলে যাচ্ছে। রেল প্রশাসনের বিষয়টি নিষেধ করা হলেও তাতে কোন সুরাহা মিলছে না।

যদিও গোটা বিষয় নিয়ে নৈহাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার জানান," তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।তবে বেআইনিভাবে কোন মৃতদেহ পোঁতা যায় না।যদি এরকম কোন ঘটনা ঘটে তার দায় রেল প্রশাসনের। কারণ স্থানীয় বাসিন্দারা যে জায়গায় মৃতদেহ পোঁতার অভিযোগ তুলেছেন সেই জায়গা রেল প্রশাসনের তত্ত্বাবধানে।তাই বিষয়টি দেখার দায়িত্ব রেলের। তবু মানবিকতার খাতিরে বিষয়টি আমি খতিয়ে দেখব।"

North24Paragana1

Dec 01 2023, 14:41

মিড ডে মিলের চাল ডালে পোকা

উত্তর ২৪ পরগনা: মিড ডে মিলের চাল ডালে পোকা গিজ গিজ করছে , চাল ডাল আইসিডিএস কর্মীর গায়ে ছুড়ে মেরে বিক্ষোভ অভিভাবকদের। বসিরহাট " চাঁপাপুকুর দাসপাড়া প্রাথমিক বিদ্যালয় " এর ঘটনা । মিড ডে মিলের চাল ডালে পোকা , সেই চালেই হচ্ছে রান্না । রান্নার হাঁড়িতেও পোকা ভাসছে ।

বহুবার অভিভাবকরা অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি । তাই আজ একই রকম ভাবে রান্না হওয়া দেখে বিক্ষোভে ফেটে পরল অভিভাবকরা । পোকা লাগা চাল ডাল আইসিডিএস কর্মীর গায়ে ছুড়ে মেরে, ঘিরে ধরে বিক্ষোভ দেখালো ।

Icds কর্মী রিনা মজুমদার বলেন-চাল ঝেড়ে নেওয়া হয়েছে তারপরেও পোকা আছে কি করব । বিডিও অফিসকে জানানো হয়নি এটা তার ভুল হয়েছে । তিনি এই বিষয়টা ভিডিও অফিসকে জানাবেন।

North24Paragana1

Dec 01 2023, 11:57

মহিলা কে কুপিয়ে খুনের চেষ্টা

উত্তর ২৪ পরগনা: বসিরহাটের হাসনাবাদে জমি বিবাদের জেরে কলার কাঁধি কাঁটাকে কেন্দ্র করে সালেয়া বিবি নামে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুনের চেষ্টা । আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।হাসনাবাদ থানার দক্ষিণ ভেবিয়া এলাকার ঘটনা ।

অভিযোগ প্রতিবেশী আবুল গাতিদার তাকে মারতে গিয়েছিল।আহত মহিলার পরিবারের অভিযোগ-বাড়ির পাশে একটি ফাঁকা জমি নিয়ে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী আবুল গাতিদারের সাথে বিবাদ চলছিল । সেই জমিতে একটি কলাগাছ থেকে কলার কাঁধি কাটতে যায় সালেয়া বিবি । এরপরেই আবুল গাতিদার এসে সালেয়া বিবির সাথে প্রথমে কথা কাটাকাটি এবং তারপরেই ধারালো অস্ত্র দিয়ে গলায় এবং শরীরের বিভিন্ন জায়গায় কোপাতে থাকে ।

সালেয়া বিবি চিৎকার করে সেখানেই সংজ্ঞাহীন হয়ে পড়ে । তার চিৎকারে এলাকার মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে টাকি গ্রামীণ হাসপাতাল এবং পরে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে । আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি সালেয়া বিবি ।আবুল গাতিদার পলাতক ।

North24Paragana1

Nov 29 2023, 20:07

পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে নেওয়ার কারণে উত্তর ২৪ পরগনার স্কুলে ছাত্রদের হামলায় মৃত্যু এক অস্থায়ী কর্মীর

উত্তর ২৪ পরগনা: স্কুলে বার্ষিক পরীক্ষা চলাকালীন ছাত্রদের মোবাইল কেড়ে নেওয়া হয়।পরীক্ষার শেষে মোবাইল ফেরত পেতে লাঠি, বাঁশ নিয়ে অস্থায়ী কর্মীর উপর আক্রমণ করে স্কুলের ছাত্র-ছাত্রীরা।শুধু তাই নয়, তাকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ উঠেছে৷ অন্যদিকে, স্কুলের থেকে দাবি করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই অস্থায়ী কর্মীর। তবে স্কুলের সিসিটিভি খতিয়ে দেখছে প্রশাসন ।

বুধবার ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা ছিল। সেই সময় সব ছাত্র-ছাত্রীদের মোবাইল নিয়ে আসতে বারণ করা হয়েছিল।বিদ্যালয়ের পক্ষ এই নির্দেশ দেওয়ার পরেও পরীক্ষা দিতে অনেকই মোবাইল নিয়ে আসে। পরীক্ষার আগে সেই মোবাইলগুলো আটকে রাখলেও পরীক্ষার পরে যারা অভিভাবক নিয়ে এসেছিল তাদেরকে মোবাইল হস্তান্তর করে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

কিন্তু কিছু ছাত্র-ছাত্রী অভিভাবকদের না নিয়ে এসে উল্টে লাঠিসোটা নিয়ে হঠাৎ চড়াও হয়, অস্থায়ী কর্মী শিবু শী-এর উপরে।এরপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে স্কুল চত্বরেই পড়ে যান ওই অস্থায়ী কর্মী। তাকে ছোট জাগুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।ঘটনা তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিস। ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায়।

North24Paragana1

Nov 29 2023, 16:31

বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ, প্রকাশে বহিরাগত প্রার্থী চাই না, পোস্টার

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বসিরহাটের মিনাখাঁ বিধানসভার অন্তর্গত হাড়োয়া ব্লকের কুলটি গ্রাম পঞ্চায়েতের কুলটি এলাকা সহ বাসন্তী হাইয়ের পাশে একাধিক জায়গায় তৃণমূলের লোকসভায়বহিরাগত প্রার্থী চাইনা বলে পোস্টার পড়ল। পোস্টারে লেখা সৎ শিক্ষিত মানুষ চাই । নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ বসিরহাট লোকসভা কেন্দ্র।

লোকসভা ভোটের আগে বসিরহাট লোকসভায় কেন্দ্রে কুলটিতে একাধিক জায়গায় পোস্টার পড়া নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছে স্থানীয তৃণমূল নেতৃত্ব ।ইতিমধ্যে এই পোস্টার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে প্রকাশ্যে, তা একবার এই পোস্টটারকে কেন্দ্র করে সামনে চলে এলো।

হাড়োয়া পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ বলেন , "কারা মেরেছে এই পোস্টটার আমরা জানি না।আমরা চাই এলাকার মানুষ কাজের মানুষ ভদ্র মানুষ হলে আমাদের ভালো হয়। সে মহিলা হতে পারে পুরুষও হতে পারে।" পোস্টার কে বা কারা মেরেছে তানিয়ে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।